কিবোর্ড শর্টকাট -Part: 01
কিবোর্ড শর্টকাট
(এই ওয়েবসাইটে যা যা দেওয়া হবে তা একটি খাতায় লিখে নোট খরবে বা করুন। , ছবি গুলো দেখবেন মন দিয়ে মনদিয়ে পড়ুন দয়াকরে পড়ুন কাজে লাগরে সিয়াল করোন।)
#নিচে কীবোর্ড যে শটকাটগুলো দেওয়া হচ্ছে তা যে কোনো সফটওয়্যার ওপেন থাকা অবস্থায় কার্যকরী । এমনকি কোনো সফটওয়্যার ওপেন না থাকলেও কার্যকরী হবে
১|রান মেনু ওপেন করা -------
Window+R
২|ওপেন করা উইন্ডো বা সফটওয়্যার বা ফাইলগুলো মধ্যে সহজে একটি অন্যটিতে যাওয়া
Alt +Tab
৩|কম্পিউটার লক করা
Window+L
৪|একসাথে সবগুলো ওপেন করা উইন্ডো বা সফটওয়্যার বা ফাইল মিনিমাইজ ( Minimize ) করা
Window+ D
৫|ওপেন করা ওয়েব পেজ বা কোনো প্রকার Text Document এ কোনো এ কোন নির্দিষ্ট শব্দ খোঁজা
Ctrl+F
Microsoft Word Documents এর ক্ষেত্রে এই একই শটকাট ব্যবহার করে কোনো লেখার ভেতরে যতগুলো একই ধরনের শব্দ থাকবে তা একসাথে রিপ্লেস বা পরিবর্তন করতে পারবেন।
Microsoft word Document -এ এই শর্টকাট চাপার সাথে সাথে নতুন একটি উইন্ডো আসবে সেখানে Find ও Replace বাটন পাবেন।
Find এ ক্লিক করা অবস্থায় মাঝের বক্সে আপনার পছন্দের শব্দ বা বাক্যাংশ লিখে FindNext এ ক্লিক করুন। এ সময় Microsoft word Document -এ একই ধরনের সকল শব্দ বা বাক্যাংশ খুঁজে পেতে নতুন উইন্ডোটির বামেরা Highlight all items found in সিলেক্ট করে Find All এ ক্লিক করুন।
ঠিক একইভাবে Replace এ ক্লিক করা অবস্থায় যে শব্দ অবস্থায় যে শব্দ বা বাক্যাংশ দিয়ে পরিবর্তন করতে চান তা মাঝের বক্সে লিখে বা Paste করে Replace অথবা Replace All এ ক্লিক করুন।
সাধারণত বড় গল্প বা উপন্যাসের নাম বা চরিত্র খুব সহজে পরিবর্তন করতে বেশ উপযুক্ত। তবে "জামাল " পরিবর্তন করে সাজু লিখলে চাইলে একটি নিয়ম অনুসরণ করতে একই শটকাট ব্যবহার করে Microsoft word এ Go Toতে ক্লিক Enter page Numbers এ কাঙ্গিত পেজ নাম্বার লিখে Next এ ক্লিক করলেই সেই পেজে চলে যাবে ।
৬|ডটকম যোগ করা ------
Ctrl+Enter
ওয়েবপেজে কোনো একটি ওয়েবসাইটে পাঁচ করার সময় যে কোনো ওয়েবসাইটের শুরু নামে লিখে Control+Enter ক্লিক করলে নামে আগে .com যোগ হয়ে সাচ শুরু হয়ে যাবে ।
৭| সহজে যে কোনো লিংক ওপেন করা
মে কোনো লিংক ওপেন করার জন্য লিংকটির উপর মাউস রেখে মাউসের চাকার উপর ক্লিক করুন, তা হলে লিংকটি Mozilla Firefox অথবা Internet Explorer এ নতুন ট্যাবে ওপেন হবে ।
৮|Hang হয়ে যাওয়া বা কমান্ড না মানা প্রোগ্রাম বা সফটওয়্যার Close করা (Task Manager এর ব্যবহার ) --
Ctrl+Alt+Delete
উপরের শটকাটটি চাপলেই Task Manager নামে নতুন একটি উইন্ডো আসবে, সেখানে আপনার কম্পিউটার ওপেন করা সব প্রোগ্রাম বা সফটওয়্যার থাকবে । সেখানে থেকে আপনার পছন্দের প্রোগ্রাম বা সফটওয়্যার নির্বাচন করে End Task এ ক্লিক করলেই সেটি Close হবে ।
৯|System properties দেখা
Window+Break
১০|কম্পিউটারে যে কোনো সময় যে কোন ফাইল অথবা সফটওয়্যার খোঁজা --------
Window+F
শটকাটটি ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আসবে,যার বাম দিকের নিচেFile Type সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় ফাইল বা সফটওয়্যারের নাম লিখে সার্চ করলেই ফলাফল পেয়ে যাবেন।
১১|খোলা থাকা অবস্থায় এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রাম যাওয়া ----
Alt+ ESC
১২|প্রোগ্রামসহ একটি একটি করে ওপেন করা ফাইল Close করা
Alt +F4
এক্ষেত্রে যে সফটওয়্যার কাজ করছেন বা ফাইলটি ওপেন করা আছে সেটিও বন্ধ হয়ে যায়।
১৩|প্রোগ্রাম ছাড়া একটি একটি করে ওপেন করা ফাইল Close করা
Ctrl+F4
এক্ষেত্রে যে সফটওয়্যার কাজ করছেন বা ফাইলটি ওপেন করা আছে সেটি বন্ধ না হয়ে যায়।
১৪|Start Menu ওপেন বা বন্ধ করা
Window
১৫| Help Option ওপেন করা
F1
যে কোনো প্রোগ্রাম বা এ্যপ্লিকেশন ওপেন করা অবস্থায় F1চাপলেই প্রোগ্রাম বা এ্যপ্লিকেশনটির Help Option ওপেন হবে।
যেখানে থেকে আপনি প্রোগ্রাম আরো সহজে কীভাবে ব্যবহার করতে পারবেন তা খুঁজে পাবেন।
১৬| My Computer ওপেন করা
Window+ E
১৭| Minimized program --গুলো ওপেন করা ।
Window+Shift+M
১৮| যে কোনো প্রোগ্রাম Refresh করা (পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এটি দিয়ে স্লাইডশো শুরু হবে ।)---------
F5
১৯|যে কোনো সময় ডাউনলোড প্রোগ্ৰেস জানা (কতটুকু ডাউনলোড হয়েছে তা চেক করা)---
Ctrl+J.
২০| যে কোনো উইন্ডো ক্লোজ করার জন্য কীবোর্ডের Ctrl+W অথবা Ctrl+F4 চাপুন ।
এতে প্রোগ্রামটি ওপেন থাকলে কিন্তু ফাইলটা ক্লোজ হবে । মনে রাখবেন প্রোগ্রামসহ ক্লোজ করার জন্য Alt+F4 চাপতে হবে।
Ctrl+W
Ctrl+F4
Alt+F4
২১|মাইক্রোসফট অফিসের ফন্টের আকার ছোট করার জন্য কীবোর্ডের Ctrl+[ অথবা, Ctrl+Shift+<চাপুন
Ctrl+[
Ctrl+Shift+<
এবং ফন্টের আকার ছোট করার জন্য কীবোর্ডের Ctrl+[ অথবা, Ctrl+Shift+<চাপুন
২২|মাইক্রোসফট অফিসের ফাইলের শব্দ সংখ্যা জানতে Ctrl+Shift+G
Clrt +Shift+G
আমরা আরে দিন বাকি Part গুলো দিব ।
0 মন্তব্যসমূহ