কীবোর্ড শর্টকাট---part-02

(এই ওয়েবসাইটে যা যা দেওয়া হবে তা একটি খাতায় লিখে নোট খরবে বা করুন। , ছবি গুলো দেখবেন মন দিয়ে মনদিয়ে পড়ুন দয়াকরে পড়ুন কাজে লাগরে সিয়াল করোন।)



২৩|মাইক্রোসফট অফিসের ফন্ট পরিবর্তনের জন্য Ctrl+Shift+G চাপুন এবং যে কোনো ফন্ট পছন্দ করুন।


২৪|মাইক্রোসফট অফিসের ফন্ট বাম পাশে এ্যলাইন করতে Ctrl+L মাঝে রাখতে Ctrl+E, ডান পাশে এ্যলাইন করতেCtrl+R, এবং জাস্টিফাইড করতেCtrl+J, চাপুন।


২৫| মাইক্রোসফট অফিসের কাজ করতে যে কোনো সময় একেবারে শুরুতে যেতে কিবোর্ডর Ctrl+Home চাপুন ।


২৬| মাইক্রোসফট অফিসের কাজ করতে যে কোনো সময় একেবারে শেষ যেতে কীবোর্ড Ctrl+End চাপুন।


২৭|মাইক্রোসফট অফিসের ফন্ট বোল্ড করতে কীবোর্ড Ctrl+ B চাপুন।


২৮| মাইক্রোসফট অফিসের ফন্ট ইটালিক করতে কীবোর্ড Ctrl+I চাপুন।


২৯| মাইক্রোসফট অফিসের ফন্ট আন্ডারলাইন করতে কীবোর্ড Ctrl+U চাপুন। 


৩০|মাইক্রোসফট অফিসে নতুন ফাইল খুলতে Ctrl+N চাপুন। 


৩১|মাইক্রোসফট অফিসের একাধিক ফাইল খোলা থাকা অবস্থায় এক ফাইল থেকে পরের ফাইল যেতে Ctrl+F6চাপুন।


৩২| মাইক্রোসফট অফিসের একাধিক ফাইল থাকা অবস্থায় এক ফাইল থেকে এক ফাইল থেকে আগের ফাইলে যেতে Ctrl+ Shift+ F6 চাপুন।  



৩৩|মাইক্রোসফট অফিসের যে কোনো ফাইলের আকার ছোট-বড় করতে Ctrl+F10 চাপুন ।


৩৪| মাইক্রোসফট অফিসের যে কোনো প্রোগ্রাম ফাইল সাহায্য দরকার হলে F1চাপুন।


৩৫|মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের যে কোনো একটি শব্দ সিলেক্ট করতে ঐ শব্দের মাউস আইকোন নিয়ে ডাবল ক্লিক করুন।


৩৬| মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের যে কোনো একটি বাক্য সিলেক্ট করতে কীবোর্ডর ওয়ার্ড ফাইলের একটি প্যারা সিলেক্ট করতে কীবোর্ডের Ctrl চেপে মাউস ক্লিক করুন।


৩৭|মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের একটি প্যারা সিলেক্ট করতে দ্রত মাউস দিয়ে পরপর তিনবার ক্লিক করুন।


৩৮|মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করতে প্রথমে যেকোনো একটি প্রান্তে ক্লিক করুন। এরপর কীবোর্ডের Shift চেপে অপর প্রান্তে মাউস ক্লিক করুন। এছাড়া মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করতে যে কোনো একটি প্রান্তে টেক্স আইকোন রেখে কীবোর্ডের Shift চেপে ধরে বাম অথবা ডান অ্যরো ক্লিক করুন। (আপনার যে দিকে প্রয়োজন ) ।


৩৯|মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের উপর থেকে নিচের দিকে সম্পূর্ণ লাইন ছাড়া যে কোনো অংশ সিলেক্ট করতে কীবোর্ডের Alt চেপে ধরে মাউস ক্লিক করে ডানে- বামে অথবা উপরে - নিচে আনুন ।


৪০| মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের টেক্সট আইকোনের ডান পাশের সম্পূণ শব্দটি মুছে ফেলার জন্য কীবোর্ডের Ctrl +Delete চাপুন(সবচেয়ে বেশি কাজ করবে ইংরেজি ফন্টের ক্ষেত্রে )।


৪১|মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের টেক্সট আইকোনের বাম পাশের সম্পূণ শব্দটি মুছে ফেলার জন্য কীবোর্ডেরVtrl + Backspace চাপুন ( সবচেয়ে বেশি কাজ করবে ইংরেজি ফন্টের ক্ষেত্রে) । 


৪৩|মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের ইংরেজিতে লেখা কোনো শব্দের অক্ষরগুলো ক্যাপিটার করতে কীবোর্ড Alt+F3 চাপুন ।


৪৩| যে কোনো সময় মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলে কাজ করতে করতে ঐ দিনের তারিখ জানান বা ইনসাই করতে কীবোর্ডের Alt + Shift+ D চাপুন ।


৪৪| যে কোনো সময় মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলে কাজ করতে করতে ঐ মুহূর্তের সময় জানতে বা ইনসার্ট করতে কীবোর্ড Alt +Shift+T চাপুন ।


৪৫| মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলের লেখার লাইন স্পেস ১ সেট করতে Ctrl+1, ২সেট করতে Ctrl+2 এবং ১.৫ সেট করতে Ctrl+5 চাপুন ।

আমরা আরে কিছু দিন পরে আবার বাকি part গুলো দিব ‌।