✍️✍️ Mastering --Microsoft Excel A to Z ✍️✍️
------------------------------------------------------------
*ছবি গুলো দেখবেন
*এর পরে আমারা। উইন্ডোজ
10 সম্পর্কে জানবো
*এই ওয়েবসাইটে যা যা
দেওয়া হবে তা একটি খাতায়
লেখে নোটকরবেন ।
*****************************************
Ms- Excel( Microsoft Excel)
মাইক্রোসফট এক্সেল
##এক্সেল দিয়ে আমার কি করতে পারি। এক্সেল স্প্রেডশিটকে আমারা একটি পৃষ্ঠা হিসেবে গণ্য। করতে পারি ।
#একটি খাতাতে কলম , রাবার এবং ক্যালকুলেটারের সাহায্য আমারা যা যা করতে পারি এক্সেলে স্পেডশীট দিয়ে আমারা তার চেয়েও বেশি এবং জটিল কাজ করতে পারি।
গাণিতিক তথ্য লিখতে পারি এবং গাণিতিক তথ্য লিখতে পারি এবং গাণিতিক তথ্য গুলো এক্সেলের বিভিন্ন ব্যাংকি ব্যবস্থাপনাসহ যাবতী অর্থনৈতিক হিসেবে নিকাশ এক কথায় হিসেবে সংক্রান্ত প্রায় সমস্ত কাজ এক্সলের স্পেডশীটের সাহায্য আমারা সাধারণতর মে কাজ গুলো করে থাকি তা হলো :
#বৈশিষ্ট্য হলো :
★দৈনন্দিন হিসেবে সংরক্ষণ ও বিশ্লেষণ
★ বার্ষিক প্রতিবেদন পণয়ন ।
★ কাজট প্রণয়ন ।
★ব্যাংকিং ব্যবস্থাপনায় হিসাব (সুদক্ষ )-বিষয়ক
বৈশিষ্ট্য করে।
★উৎপাদক ব্যবস্থাপনা ।
★ আয়কর ও অন্যান্য হিসাব তৈরিকরণ ।
★বৈঞ্জানি ক্যালকুলেশন ।
★বেতনের হিসাব (Ray Roll) তৈরি করণ ।
★মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ ।
★সব ধরনের পরিসংখ্যান।
★সব ধরনের আর্থিক ব্যবস্থাপন ।
বেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা যাবতীঊ কাজ সম্পনন তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চাপ বা গ্ৰাফ তৈরি করা ইত্যাদি।
#এক্সোলে বিভিন্ন ভাসন :
Version বা Release কে Edition বা সংস্করণ বলা হয়। সফটওয়্যার কোম্পানিগুলো তাদের তৈরিরকৃত প্রোগ্ৰামগুলো প্রথম একটি সংস্করণ নামে বের করে।
# স্পেডশীট কি ?
Spread sheet শব্দটির আভিধানিক অর্থ হলো ছড়ানো পাতা । Spread অর্থ ছড়ানো , Sheet অর্থ পাতা
#এক্সলকি ?
Excelশব্দটির আভিধানিক অর্থ হলো শ্রেষ্ঠতর হওয়া । গুণ , কৃতিত্ব প্রভূতিতে শ্রেষ্ঠতর বা উৎকৃষ্ঠতর হওয়া ।
#ওয়ার্কশিট (Worksheet)
সুবিশাল ওয়ার্কশিটের যে অংশে কাজ হয় তাকে ওয়ার্কশিট বলা হয়। মূলত স্প্রেডশিটই হলো ওয়ার্কশি। একটি খাতায় যেমন কয়েকটি পৃষ্ঠায় লেখা যায় , এক্সেলেও তেমনি ভিন্ন ভিন্ন ওয়ার্কশিট খুলে তাতে কাজ করা যায়।
#ওয়াকবুক (Workbook):
এক্সেলের স্প্রেডশিটে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষণ বা পরিগণানা করা হয়। কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য ডিস্কে কোনো নামে সংরক্ষণ করা হয়। একটি ওয়ার্কবুকে কয়েকটি ওয়ার্কশিট থাকতে পারে।
#সেল (Cell)
>সারি ও কলামের পরস্পর ছেদে তৈরিকৃত ছোট আয়তাকার ঘরকে সেল বলা হয়।
এক্সেলের ওয়ার্কশিট সারি ও কলামভিত্তিক । ওপরে হলো বিভিন্ন কলামের নাম এবং বাম পাশে হলো সারি সংখ্যা । এক্সেল ২০১৯ এর সুবিশাল স্প্রেডশিটতে ১০,৪৮,৫৭৬টি রো এবং ১৬,৩৮৪টি কলাম রয়েছে।
>>তাহলে সব মিলিয়ে সেলসংখ্যা ১৭,১৭,৯৮,
১৮৪, ১০,
# এক্সেল চালু করা শিখী :
এম এস এক্সেল (MS-Excel) প্রোগ্ৰামটি চালু করার জন্য : কম্পিউটারের পাওয়ার সুইচ অন করে চালু করে ডেস্কটপ পদার নিচে বাম কোনার Start বাটনে ক্লিক করার পর এক্সেল প্রোগ্রাম শুরু হয়ে কিছুক্ষণ পর এক্সেল উইন্ডো টি আবে Excel -windows আসবে ।
#এক্সেলে কাজ করা করা :
সাধারণভাবে কি -বোড থেকে লেখা টাইপ করুন ।ওয়ার্কশিটে ডেটা বা তথ্য এন্ট্রি করা দরকার সে সেলে ক্লিক করতে হবে ।
কি বোর্ড থেকে লেখা (ডেটা) টাইপ করে এন্টার দিলে বা ট্যাব কি চাপলে ওয়ার্কশিট ডেটা এন্ট্রি হবে।
#কপি করার সহজ উপায়:
কাসর (সেলপয়েন্টার) D2সেলে থাকে অবস্থায় কপি বাটনে ক্লিক করুন। (অথবা Home রিবনে ক্লিক করে Copy তে ক্লিক করুন)। মাউস পয়েন্টারD2 সেলে নিয়ে ক্লিক করে মাউসের বাম বোতাম চেপে ড্র্যাগ করেD4 ঘর পর্যন্ত নামান ।
অথবা Shift কি চেপে ধরে গাউন অ্যারো কি চেপে D4 এ আসুন । সেগুলো সিলেক্ট হবে। এবার এন্টার কি চাপুন 03 এবং D4 সেলে ফলাফল আসবে ।
#এক্সেলে তথ্য লিপিবদ্ধ করা:
* ওয়ার্কশিটের A1সেলে Hem লেখাটি টাইপ করুন ।
* A2সেলে computer
* A4 সেলেprinter
* A3সেলে stabilizer
* A4 সেলে price
* A3 সেলে 45000
* A4 সেলে 24000
* B1সেলে 8000
* B2সেলে Quantity
* B3সেলে 5
* B4সেলে3
* C1সেলে 4
* C2সেলে "
* C3সেলে total
#সূত্রের ব্যবহার :
সেলে পয়েন্টারD2 সেলে রাখুন =B2 *C2 টাইপ করে এন্টার কি চাপুন । D2 সেলে ফলাফল ২২৫০০ আসবে ।
##কাজ সংরক্ষণ করা;
ওয়ার্কশিটে টাইপ করা লেখা বা কাজকে ডিস্কে সংরক্ষণ করার জন্য:
File মেনুতে ক্লিক করা save বা save As এ ক্লিক করুন । save Asএ ক্লিক করুন। পদায় Save As ডায়ালগ বক্স আসবে।
File name বক্সে কাসর আছে । এখানে কি- বোর্ড থেকে working টাইপ করে Save বাটনে ক্লিক করুন । টাইপ করা লেখা সমূহ working .xlsx নামে সংরক্ষণ হবে ।
*****************************************
<( ★এক্সেল এর গুরুত্বপূর্ণ টিপস★)>
★★Microsof Excel: is the most
popular windows preadsheet program
that provides work sheets, Charts,
Dotabases ,and list list Operation all in one Software environment .****
>Excel বিশ্লেষণ এর দেখা যায়, ইহা যুগ শ্রেষ্ঠ Spreadsheet Programmar .
#USEFUL WORID WIDE WEB :
√ globalization
√ Internationalization
√ Critical thinking
√ Charles Babbage
√ ADA Lavola
(এখন চলে এসেছে উইন্ডোর ১০)→
----------------------------------------------------------------
#Window 10/Shortcut:
Window +=start menu i
Windowx= Open power Menu
Window+T =cxcle Through open Apps on Tassbar .
Window+M= Minimize all window and show desktop
*****************************************
Windows +D= Toggle between Desktop and open Apps .
Window+ P= Project to extoenal Serecn .
Window + o = Look Screen Orientation (on seleet devices ) .
Window +c = Open Charm bar .
----------------------------------------------------------
Windowl = open settings in charm bar.
Window+H= Switch to Virtual Desktop
Window+Tab = Sereenshot of active desktop .
Window+Prtse =Sereenshot of active desktop .
Window+Anrowkeys = Mone Apps to resoection Portion .
------------------------------------------------------------
Four your good health 😅☺️😜😉



0 মন্তব্যসমূহ