(Computer tipes কম্পিউটার টিপস-part-01)
কম্পিউটার টিপস-part-01
( কিছু কম্পিউটার স্পেশাল টিপস )
##নাম ছাড়া ফোল্ডার খোলা :
২। ফোল্ডারের উপর মাউস রেখে রাইট ক্লিক করে এটার Rename করুন । Rename করার সময় আগের নামটা Delete করে দিন।
৩। এরপর কীবোর্ডের Alt বাটন চেপে ধরে নাম্বার প্যাড ব্যবহার করে 0160 চাপুন ।
৪। এন্টার চেপে বের হয়ে আসুন । দেখবেন নাম ছাড়াই একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে।
এভাবে আপনি একটি ফোল্ডার বা ড্রাইভে মাত্র একটি ফোল্ডার খুলতে পারবেন।
##কম্পিউটার পপড়বে আপনার লেখা:
১। প্রথমে একটি Notepad খুলে তাতে নিচের ইংরেজি অংশটুকু করুন।
Dim message,sapi
message==InputBox("hello from Patrick.com,Do you want your computer to speak?","for more tricks visit Patrick .com)
Set sapi=Create Object ("sapi.spvoice")
sapi.Speak message
২।এরপর সেটি যে কোনো নাম দিয়ে শেষে ডটে পরের txt কেটে দিয়ে VBS লিখে save করুন । ব্যস , তৈরি হয়ে গেল নতুন একটি vbs ফাইল । এই ফাইলে ক্লিক করে মাঝের বক্সে যে কোনো ইংরেজি বাক্য বা শব্দ লিখে OK চাপলেই কম্পিউটার আপনার বাক্স বা শব্দটি পড়ে শোনাবে ।
#কম্পিউটারকে আরো গতিশীল করে তোলার উপায়:
১।star >Run থেকে অথবা window📂+R বাটন চেপে Run অপশন সিলেক্ট করুন।
২। এরপর মাঝের বক্সে regedit টাইপ করে Ok চাপুন ।এতে registry Editor নামে একটি নতুন উইন্ডো পাবেন। এ থেকে যথাক্রমে
HKY_CURrENT _USER, সেখানে থেকে control panel এবং সেখানে থেকে desktop folder সিলেক্ট করুন । প্রতি ক্ষেত্রে ডাবল ক্লিক করুন। এতে ডান পাশে একটি সেটিং অপশন ক্ষেত্রে ডাবল ক্লিক করুন। এতে ডান পাশে একটি সেটিং অপশন পাবেন। সেখানে থেকে MenuShow Delay এর উপর ডাবল ক্লিক করুন। Value Data এর মান 400 এর পরীবতে 000করে ok চাপুন । এবার
আপনার কম্পিউটার রীস্টাটা করে নিন। দেখবেন আপনার কম্পিউটারের গতি অনেক বেড়ে গেছে।
## যখন আপনার কীবোর্ড নষ্ট :
আপনার প্রয়োজন মেটাতে পারবেন ।
১।Start বাটন থেকে All Program সিলেক্ট করুন।
২। সেখান থেকে Accessories সিলেক্ট করুন।
৩। Accessories থেকে Accessibility সিলেক্ট করে on-screen keyboard অপশন ক্লিক করুন। আপনার ড্রেক্সটপে একটি ভাসমান কীবোর্ড পেয়ে যাবেন।
##যখন আপনার মাউস নষ্ট:
হঠাৎ যখন আপনার মাউসটি নষ্ট হয়ে গেছে বা মাউসের একটি বাটন কাজ করছে না তখন এই ট্রিকটি কাজে লাগতে পারে।
১। কীবোর্ডৈর ব্যবহার করে একসঙ্গে Alt, Shift,NumLock চাপুন । এতে MouseKey
নামে নতুন একটি উইন্ডো দেখতে পারেন। এখানে ok চাপলেই মাউস অপশন কীবোর্ডে চলে আসবে। অর্থাৎ তখন মাউস ছাড়াই মাউসের কাজ কীবোর্ড দিয়ে করতে পারবেন।
এখন কীবোর্ডৈ কিভাবে মাউস অপশন ব্যবহার করবেন তার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন।
*****************************************
★মাউসের আইকোনটি বামে সরাসরি নম্বার প্যাডের (ডানের নম্বার )4,ডানে সারাতে 6, উপরে সারাতে 8ও নিচে সরাতে 2 চেপে ধরুন , দেখবেন মিউস আইকোন সরে যাচ্ছে।
★মাউস আইকোন চার কোনায় সরাতে 1,3,7, ও9 চেপে ধরুন।
★মাউসের লেফট ক্লিক করার জন্য নাম্বার প্যাডের 5 চাপুন ।
★মাউসের লেফট ক্লিক ব্যবহার করে কোনো কিছু সিলেক্ট করার জন্য Insert (নাম্বার প্যাডের 0) চেপে ধরে উপরের নিয়ম অনুযায়ী মাউস ডানে --বামে বা উপর--নিচে সরিয়ে সিলেক্ট করুন। ডি--সিলেক্ট করতে বা মাউস মুক্ত করতে Delete চাপুন ।
কীবোর্ড ব্যবহার করে মাউসের এই অপশনটি বন্ধ করতে অথবা চালু করতে কীবোর্ড LumLock চাপুন । একেবারে এই অপশনটি সরিয়ে ফেলতে আগের মতো কীবোর্ডের বাটন করে একসঙ্গে Alt, Shift,NumLock চাপুন
**"***************************************
End
0 মন্তব্যসমূহ