ম্পিউটারে বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়াই লক্ষণসমূহ :


 

*প্রোগ্ৰামিং ও ফাইল ওপেন করতে স্বাভাবিক 

সময়ের চেয়ে বেশি সময় লাগছে । 

 ** মেমোরি কম দেখাচ্ছেন ফলে গতি কমে গেছে । কমপিউটার চালু অবস্থায় চলামান

কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদশির্ত হচ্ছে ।

*** নতুন প্রোগ্ৰাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগছে । চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা লাগছে । 

**** যন্ত্র চালু করার সময় চালু হতে বন্ধু বা শাট ডাউন হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হচ্ছে । 

***** ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলো নাম পরিবর্তন হয়ে গেছে। 

ভাইরাস সাধারণ যা যা ক্ষতি করতে পারে ঃ

 কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে ।

• ডেটা বিকৃত বা Corrupt করে দিতে পারে ।

• কম্পিউটারে কাজ করার সময় আচকা অবাঞ্ছিত বার্তা প্রদশন করতে পারে ।

• কম্পিউটারে মনিটরের ডিসপ্লেকে বিকৃত বা Corrupt করে দিতে পারে ।

• সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে ।[ এ অবস্থা থেকে মুক্তি পেতে আমরা কী করতে পারি? এখানেই এন্টিভাইরাসের আমাদেরকে এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে । কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভারাসের প্রতিষেধক হলো এন্টিভাইরাস । ]

# ভাইরাসএর হাত থেকে রক্ষা পাওয়া জন্য আজকা বিনামূল্যে ইন্টারনেট থেকে এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল নিশ্চিত করা যায় । 


ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য

পাওয়ার জন্য আজকাল বিনামূল্যে ইন্টারনেট থেকে এন্টিভাইরাস সফটাওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে আইসিটি যন্ত্রেপাতির নিরাপত্তা অনেকাংশ নিশ্চিত করা যায় ।

উল্লেখযোগ্য কিছু এন্টিভাইরাস প্রোগ্ৰামের নাম হলো - 

 •এভিজি এন্টিভাইরাস সফটাওয়্যার( ডাউনলোড ওয়েবসাইট www. avg .com )   

• এভিরা এন্টিভাইরাস সফটাওয়্যার ( ডাউনলোড ওয়েবসাইট www. avira .com ) 

• এভাস্ট এন্টিভাইরাস সফটাওয়্যার( ডাউনলোড ওয়েবসাইট www.avast .com ) ।


হ্যাকিং থেকে বাঁচার কিছু আতি প্রয়োজনীয় ট্রিক্স :


১|কোন অপরিচিত সফটওয়ার ডাউনলোড করা বা ব্যবহৃত করা থেকে বিরত থাক ।

২| যদি তোমার বন্ধুও বলে ব্যবহার করতে তাহলে না। কিন্তু (সব বন্ধু না, তুমি যাদের বিশ্বাস কর আবার কর না ) ,

৩| আবার যদি কোন সফটাওয়্যার নিত্তান্তই ডাউনলোড করার আগে তার সম্পকে নেটে সাচ করে যেনে নাত্ত 


৪| কোন সাইটে লগ--ইন করার সময় সাটের এডড্রেসটা ভালো ভাবে চেক করে নাও। মেইল থেকে পাওয়া লিঙ্ক দিয়ে কোথাও লগ-ইন করা থেকে বিরত থাক । 


৫| তুমি যদি একজন ডেবলপার হও তাহলে তোমাকে অবশ্যই সাধারণ ব্যবহারকারী থেকে আরো ভালো করে সিকিউরিটি সম্পকে ঞ্জান থাকতে হবে ।


৬| পাসওয়ার্ড সব সময় ৮ ডিজিটের বেশি দাও। কী জেনারেটর সফটওয়ার গুলো সাধারন কম্পিউটার দিয়ে এর বেশি ডিজিটের ভাঙ্গতে পারে । যত পর নাম্বার দিয়ে পাসওয়ার্ড

দেওয়া থেকে বিরত থাক ।


৭| আর এখন প্রায় সব সাইটেই ইউরিকোর্ড সাপোট করে তাই যদি কোন শব্দ ব্যবহার কর যা তোমার মনে রাখতে সহজ হয়।


তাই বলে ভেব না যে আমি তোমাকে শব্দ ব্যবহার করতে বলছি । যত পার শব্দ ব্যবহার থেকে বিরত থাক । ইংরেজী শব্দকে সম্পূণ না বল ।


৮| আর আপরিচিত সাইটে লগ -ইন করা থেকে বিরত থাক ।

গোপনীয়তা বজায় কাজটিও পাসওয়্যার্ড করে থাকে । তোমার পাসওয়ার্ড যদি Unique না হয় তবে : 

১| দুবল পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজে 

আক্সমণ করতে পারে ।

২| হ্যাকারদের সহজেই হ্যাক করার সুযোগ করে দিতে পারে ।এতে তোমার ব্যাংকে রাখা টাকা ছাড়াও গুরুত্বপূণ তথ্য আন্যের হাতে যেতে পারে । 

৩| তোমার সহজ পাসওয়াডের কারণে আইসিটি যন্ত্রে রক্ষিত তথ্য নষ্ট করার সুযোগ তেরি করা যায় ? এটি একটি সৃজনশীল কাজ।

তোমার তথ্য বা সফটওয়্যারের নিরাপতা ও গোপনীয়তা রক্ষা করতে পারে । তবে এক্ষেত্রে

কিছু নিয়ম মেনে চললে কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে ।


Unique পাসওয়ার্ড তৈরির সময় আমাদের লক্ষ রাখতে হবে : 

 *নিজের বা পরিবারের করো নাম বা ব্যক্তিগত কোনো তথ্য সরাসরি ব্যবহার না করা । যদিও পাসওয়ার্ড মনে রাখার ক্ষেত্রে এটি আমাদের সাহায্য করে থাকে ।

* সংখ্যা ,চিন্র ও শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিয়ে

ভালো হয়। এতে পাসওয়ার্ড সম্পকে অন্যের ধাযণা করা অনেক কঠিন হয়ে যাবে ।

* পাসওয়ার্ডটি যেন অবশ্যই একটু বড় আকারের হয় যায় ।

* পাসওয়ার্ড মনে রাখার জন্য আইসিটি যন্ত্র বা ডায়রি বা আন্য কোথায় পাসওয়াড বা এর অংশবিশেষ লিখে না রাখা।

* পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দের একটি সংকেত ব্যবহার করা । এটি হতে পারে প্রিয় কবিতা গল্প, লেখক, বৈঞ্জানিক আবিষ্কার বা কোনো ঐতিহাসিক ঘটনা ।


 কাজগুলো সাথে যদি সৃজনশীলতা যোগ হয় তবে পাসওয়ার্ডটি হয়ে উঠতে পারে Unique পাসওয়ার্ড অমাদের পাসওয়ার্ডটি হতে পারে এমন ---- 

*MoriTechattina_Ami SunVhubanE (প্রাণ -রবীন্দ্রনাথ ঠাকুর )

*AmAr_AchE_wWateR (হুমায়ূন আহমেদ ) 

*2BornoT2B_tHatis The? (To to or not to , that is the question-From Shakespeare);

*4Score&7yrsAGo(Four Score and Seven years -age -From the Gettysburg Addrress) 

  ইত্যাদি তবে পপাসওয়ার্ড অবশ্য মনে রাখার মত হওয়া উচিত ।প্রায়শ পাসওয়ার্ড পরিবতন করাও একটি জরুরি কাজ ।